রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে খানসামারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোনা মিয়া হারাগাছ নজিরদহ নয়াটারী এলাকার আব্দুল খালেকের ছেলে এবং কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার কর্মী।
কর্মীর মৃত্যুর বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন জনপ্রতিনিধি আনোয়ারুল ইসলাম মায়া। তবে এ বিষয়ে পুলিশের সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, বিকালে হারাগাছে কাউনিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া এবং জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাতে ফের দুপক্ষের সংঘর্ষ হয়। এতে মায়ার কর্মী সোনা মিয়া নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হারাগাছ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানানো হবে।’
খুলনা গেজেট/কেডি