চাঁপাইনবাবগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের পশ্চিমপাড়া বিলের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহতরা হলেন- সদর উপজেলার দ্বারিয়াপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ (১৯) ও ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক (১৭)।
সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুর একটার দিকে শাজাহানপুর থেকে শহরের দিকে আসার পথে পশ্চিমপাড়া বিলের পাশের ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় জাহিদ ও ওমর। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/ এসজেড