বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সে দেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাকিব আল হাসান। তবে একা প্রধানমন্ত্রীর দপ্তরে যাননি তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও এক জন।
শুক্রবার হাসিনার সঙ্গে দেখা করতে যান শাকিব। তাঁর পরনে ছিল কালো কুর্তা। শাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। দেশের ক্রিকেট নিয়ে কোনও আলোচনা করতে হয়তো প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন শাকিবরা। কিন্তু সেই বিষয়ে কিছু জানা যায়নি। হাসিনার সঙ্গে তাঁর ছবি নিজের ইনস্টাগ্রামে দেন শাকিব।
শাকিব বাংলাদেশেই রয়েছেন। আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স তাঁকে কিনেছিল। কিন্তু বাংলাদেশের খেলা থাকায় তিনি আইপিএলের শুরুতে আসতে পারেননি। পরে দেশের হয়ে খেলার জন্য আর আইপিএল খেলতে আসেননি তিনি। শাকিবের এই সিদ্ধান্তের জন্য আগামী বছর থেকে তাঁর আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত।
শাকিব না খেললেও বাংলাদেশের আরও দুই ক্রিকেটার অবশ্য আইপিএলে খেলছেন। লিটন দাসকেও নিলামে কিনেছিল কেকেআর। প্রথম তিনটি ম্যাচের পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুযোগ পেলেও রান করতে পারেননি তিনি। বাংলাদেশের আর এক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান রয়েছেন দিল্লি ক্যাপিটালসে। তিনি অবশ্য প্রতিযোগিতার শুরু থেকেই রয়েছেন।
খুলনা গেজেট/ এসজেড