আগামীকাল শনিবার (২২ এপ্রিল ) পবিত্র ঈদুল ফিতর। এর আগে বিকেলেই স্বস্তির বৃষ্টি হয়েছে রাজধানীতে। বৃষ্টি ও কালবৈশাখী হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এতে কমে গেছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপ কমতে শুরু করেছে। তাপ কমার এই প্রবণতা থাকবে অন্তত তিন দিন।
শুক্রবার ( ২১ এপ্রিল ) ১৯ দিন পর রাজধানীবাসী দেখা পেলেন বহু কাঙ্ক্ষিত বৃষ্টির। এই বৃষ্টির জন্য চাতক পাখির মতো ছিলেন রাজধানীবাসী। বিকেল সোয়া পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। এর সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর, মহাখালী, ফার্মগেট, আগারগাঁও, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়।
শুক্রবার (২১ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, তাপমাত্রা কমছে। এ প্রবণতা শুক্রবার ( ২১ এপ্রিল ) শুরু হয়েছে, এটি অন্তত তিন দিন থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার ( ২১ এপ্রিল ) সন্ধ্যা ছয়টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গায় এই তাপপ্রবাহ কমে আসবে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আট বিভাগের মধ্যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। তবে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে রংপুর, খুলনা ও রাজশাহীতে।