বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট ( রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) এর এগারো’শ কেজি কপার ক্যাবেলসহ রবিউল নামের এক চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। বুধবার সকালে বিদ্যুৎ কেন্দ্রের পশুর নদীর পাড় থেকে কপার ক্যাবেলসহ চোরকে আটক করা হয়। উদ্ধারকৃত কপার ক্যাবলের আনুমানিক মুল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত রবিউল রামপাল উপজেলার সয়দাবাদ গ্রামের বদরুজ্জামানের পুত্র।
আনসার ব্যাটালিয়ন ৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, রামপাল ক্যাম্পের একটি চৌকিশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বুধবার বিদ্যুৎ কেন্দ্রের এলাকার ভিতর হতে তামার তার পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন কোম্পানী কমান্ডার রাজিব হোসাইন এর নেতৃত্বে সকালে বিদ্যুৎ কেন্দ্রের পশুর নদীর পাড়ে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের তাড়া করে কালো কভার যুক্ত এক হাজার একশত কেজির অধিক কপার ক্যাবলসহ চোরচক্রের একজনকে গ্রেপ্তার করে।
উদ্ধারকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মে ২০২২খ্রি. হতে ৫৭টির অধিক অভিযানে প্রায় ৬৭ লাখ ৬৮ হাজার ৩ শত টাকার চোরাই মালামাল ও ৪৮ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
খুলনা গেজেট/এনএম