করোনাভাইরাসে বিশ্বজুড়ে ১০ লাখ ৪১ হাজার ছাড়ালো প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ও মারা গেছেন আরও ৪ হাজারের ওপর মানুষ।
নতুনভাবে দুই লাখ ৪৮ হাজার মানুষের শরীরে মিললো কোভিড-১৯। ফলে, মোট সংক্রমিত ৩ কোটি ৫৪ লাখের কাছাকাছি। দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে এখনো ভারত।
গতকাল রবিবারও, ৯ শতাধিক মানুষের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৩ হাজার ছুঁইছুঁই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৮ জনের মৃত্যু দেখলো মেক্সিকো। লাতিন দেশ ব্রাজিলেও ৩৬৪ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ ৪৬ হাজার। যুক্তরাষ্ট্রে কিছুটা কমে দৈনিক মৃত্যুহার দাড়িয়েছে তিন শতাধিকে। দেশটিতে সোয়া দু’লাখ মোট প্রাণহানি। ইউরোপের দেশগুলো দেখছে মহামারির সেকেন্ড ওয়েভ।
খুলনা গেজেট/এআইএন