খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  টেকনাফ থেকে অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ, আটক ২
  বাংলাদেশের পট পরিবর্তন অন্যদের জন্য শিক্ষণীয় : প্রধান উপদেষ্টা
  অনন্তকাল সংস্কার চলবে কিন্তু নির্বাচন হবে না, এমনটি হতে পারে না : রিজভী

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

গেজেট ডেস্ক

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রওশন আলী নামে এক রোহিঙ্গানেতা (সাব মাঝি) নিহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে উখিয়ার বালুখালী ১৩ নম্বর ক্যাম্পের ই-২ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ।

নিহত রওশন আলী জালাল আহমেদের ছেলে এবং ক্যাম্পের ই-২ ব্লকের সাব মাঝি (উপ-নেতা) হিসেবে দায়িত্ব পালন করতেন।

এএসপি ফারুক আহমেদ বলেন, বিকালে নিত্যদিনের কাজে ক্যাম্পের বাজারে অবস্থান করছিলেন রওশন আলী। এ সময় ৬-৭ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তার পেটে ছুরিকাঘাতও করে। রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মরদেহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯ টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে ২ আরসার ২ নেতাও নিহত হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!