বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে ঝাটকা আহরণ থেকে বিরতকারি ১৬৮ জেলে পরিবার পেলেন এককালিন ৩ মাসে ১২০ কেজি করে ভিজিএফ চাল। বুধবার বেলা ১১ টায় পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার দাস, ইউপি সচিব গৌতম কুমার বসু, ইউপি সদস্য মো. মহিউদ্দিন হাওলাদার, মো. পারভেজ হাওলাদার, মশিউর রহমান, মো. শাহীন হাওলাদার, শামীমুল হাসান, নারী সংরক্ষিত ইউপি সদস্য রোজিনা খানম, মোমেনা খানমসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সর্ম্পকে পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, সরকারিভাবে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে ইউনিয়নের ১৬৮ পরিবারের ৩ মাসের ১২০ কেজি করে চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। ইতোপূর্বে ১ মাসের ৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড