খুলনার ডুমুরিয়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বারি সরিষা-১৪ ও সূর্যমুখী হাইসান-৩৩ এর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় টিপনা গ্রামে এবং বিকাল ৩ টায় হাজিবুনিয়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন।
প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা এ এইচ এম জাহাঙ্গীর আলম ও খামারবাড়ি খুলনার অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) কৃষি পরিচালক মোঃ মোসাদ্দেক হোসেন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, মোঃ ইকবল হোসেন, কৃষক নিজাম শেখ প্রমুখ। মাঠ দিবসে মোট ১৪০ জন কৃষক অংশ গ্রহন করে। এছাড়া স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এসজেড