খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

ছাত্র মৈত্রীর নেতা অনিক অধিকারীর হত্যার বিচারের দাবি 

 নিজস্ব প্রতিবেদক

WPB

অবিলম্বে বাংলাদেশ ছাত্র মৈত্রীর বাগেরহাট জেলা কমিটির মেধাবি ছাত্রনেতা অনিক অধিকারীর হত্যার বিচারসহ সকল হত্যা-সন্ত্রাস-গুম, জমি ও বসতবাড়ী দখল বন্ধ করতে হবে। তা না হলে শুধু ফকিরহাট-বাগেরহাট নয় অনিক হত্যাকা-ের বিচারের আন্দোলন ছড়িয়ে পড়বে সারা দেশে।

শনিবার (০৮ এপ্রিল) বিকালে ৩টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে ফকিরহাট উপজেলার লকপুর কাটাখালী মোড়ে খুলনা-মোংলা মহাসড়কে মানববন্ধন-সমাবেশে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, যখন দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে, পদ্মা সেতুতে রেল চলাচল শুরু করেছে, কর্ণফুলি ট্যানেল উদ্বোধনের অপেক্ষায়, তখন সারাদেশে অনিক অধিকারীর মত অসংখ্য মানুষকে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে নিহত হতে হয়। আজ দু’ মাস হয়ে গেল আজও অনিক হত্যার আসামী গ্রেফতার ও বিচার হলো না।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাগেরহাট জেলা কমিটির সভাপতি কমরেড এড. মহিউদ্দিন শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কমরেড রবীন্দ্রনাথ দেবনাথ, নিহত অনিকের পিতা আকুল অধিকারী, মাতা সুমিত্রা অধিকারী, পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোড়ল নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা কমরেড তারাপদ বিশ্বাস, কমরেড আবুল কালাম খান, কমরেড নিরেন অধিকারী, হারুন গাজী, জুড়ান চন্দ্র ম-ল, শিলাদিত্য বসু, ছাত্র মৈত্রী জেলা নেতা জ্যোতি হালদার, মেহেদী হাসান জিকো, নারীমুক্তি সংসদনেত্রী ঝর্ণা সিকদার, এস আকবর আলী, সমর বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ।- খবর বিজ্ঞপ্তি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!