আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন বৃহস্পতিবার মাঠে নেমেছে বাংলাদেশ। ১২৮ রানে পিছিয়ে থেকে দিন শুরু করে স্বাগতিক শিবির। ইনিংস হার এড়াতে হলে দ্বিতীয় ইনিংসে এই রান করতেই হবে আইরিশদের। হাতে আছে ৬ উইকেট। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথম ইনিংস: আয়ারল্যান্ড: ২১৪/১০ (৭৭.২ ওভার) বাংলাদেশ: ৩৬৯/১০ (৮০.৩ ওভার) লিড: ১৫৫ রান
দ্বিতীয় ইনিংস-আয়ারল্যান্ড: ২৭/৪ (১৫ ওভার)
দ্বিতীয় দিন এগিয়ে বাংলাদেশ
দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭ রান। হারিয়েছে ৪ উইকেট। ইনিংস ব্যবধানে হার এড়াতে হলে করতে হবে ১২৮ রান। বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট। ১৩ রানে ৪ উইকেট হারানোর পর টেক্টর-মুর দিন পার করে দেন। টেক্টর ৮ ও মুর ১০ রানে অপরাজিত আছেন। সাকিব-তাইজুল নেন ২টি করে উইকেট।
খুলনা গেজেট/এনএম