সময়টা ২০১৭, যখন শ্রীলঙ্কার বিপক্ষে নিজের শেষ টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে ৬ বছরেরও বেশি সময়, সাদা পোশাকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাননি বিশ্বসেরা অলরাউন্ডার। সুযোগ ছিল আক্ষেপ কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়ার। তবে আক্ষেপ বাড়িয়েছেন সাকিব।
আজ বুধবার (৫ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে দিনের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন সাকিব। মাত্র ৪৫ বলে ফিফটি তুলে নেওয়ার পর সাকিবের দৃষ্টিনন্দন ব্যাটিং দেখে মনে হচ্ছিল হয়তো পেয়েই যাবে ষষ্ঠ সেঞ্চুরির দেখা।
তবে দলীয় ১৯৯ রানে ম্যাকব্রাইনের বলে উইকেটের পেছনে ট্র্যাকারকে ক্যাচ দিয়ে ৮৭ রানে সাকিব ফিরলে বাড়ে সমর্থকদের আক্ষেপ। কেননা ৬ বছর ধরে যে টেস্ট ফরম্যাটে সেঞ্চুরির দেখা পাননি সাকিব। সেঞ্চুরি না পেলেও সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকা টেস্টে লিড দিয়েছে বাংলাদেশ।
আয়ারল্যান্ড: ২১৪/১০ (৭৭.২ ওভার)
বাংলাদেশ: ২৪২/৪ (৫১ ওভার)
এদিকে সাকিবের বিদায়ের পর ক্রিজে এসেই লিটন এক ওভারে ৩ চার হাঁকান। আইরিশদের ২১৪ রান টপকে লিড দেয় বাংলাদেশ।
এর আগে গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) আয়ারল্যান্ড ইনিংসে শুরু থেকে সাকিব আল হাসানও বোলিংয়ে আসেননি। ৬৬ ওভারে প্রথম বল আসেন অধিনায়ক। শেষ দিকে ৩ ওভার বোলিং করে ৮ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।
খুলনা গেজেট/এনএম