যেভাবে খেলে মধাহ্ন বিরতিতে গিয়েছিলেন সাকিব-মুশফিক ঠিক সেভাবেই খেলছেন বিরতির পরও। দুজনেই খেলছেন আগ্রাসী ক্রিকেট। প্রতি ওভারেই আসছে বাউন্ডারি। ম্যাকব্রিনকে দারুণ চারে জুটির দেড়শ রান পূর্ণ করেন মুশফিক। ১৭৬ বলে তারা এই রান যোগ করেন।
আয়ারল্যান্ড: ২১৪/১০ (৭৭.২ ওভার)
বাংলাদেশ: ১৯২/৩ (৪২ ওভার)
প্রথম সেশনে বাংলাদেশের কতৃত্ব
দিনের তৃতীয় ওভারে বিদায় নেন মুমিনুল হক। সেই ধাক্কা সামলে প্রথম বল থেকেই আক্রমণে যান সাকিব আল হাসান। সঙ্গী মুশফিকুর রহিমও কম যাননি। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম সেশনে বাংলাদেশ ছড়ি ঘোরায় আইরিশ বোলারদের উপর। ফিফটি তুলে নেন দুজনেই। দুজনে ১৪৬ বলে জুটিতে যোগ করেন ১৩০ রান। সাকিব ৭৪ ও মুশফিক ৫৩ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতেন গিয়েছেন। বাংলাদেশ দিনের প্রথম সেশনে ২৭ ওভারে যোগ করে ১৩৬ রান। আইরিশদের থেকে এখনো পিছিয়ে আছে ৪৪ রানে।
খুলনা গেজেট/এনএম