বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বোলিংয়ে বাংলাদেশের দাপট

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের টেস্টের রেকর্ড এমনিতেই খুব একটা আশাব্যঞ্জক নয়। এর ওপর একটি পরিসংখ্যান আছে চরম খারাপ। তা হলো, ২০০০ সালে অভিষেক টেস্টে ভারতের কাছে হারের পর সব দেশের সাথে প্রথম টেস্টে পরাজয় সঙ্গী হয়েছে টিম বাংলাদেশের। এমনকি আফগানিস্তানের সাথেও প্রথম টেস্ট হারের রেকর্ড আছে। এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যাদের সাথে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। তাই ইতিহাস বদলানোর সুযোগ সাকিবের দলের।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে আইরিশরা। তবে পেসারদের দাপটে তাদের সেই প্রতিরোধ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ১১ রানের মাথায় তাসকিনের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া শরিফুল তুলে নেন প্রথম উইকেট। শরিফুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ওপেনার মারে কামিন্স ১০ বলে ৫ রান করে ফিরে যান। এরপর দলীয় ২৭ রানের মাথায় এবাদতের বলে উইকেটের পেছনে শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন জেমস ম্যাককলাম।

শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান সবদিক দিয়েই আয়ারল্যান্ড থেকে ঢের এগিয়ে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে যার প্রমাণ দিয়েছে বাংলাদেশ। এবার টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রাখার পালা। সেই লক্ষ্যে একমাত্র টেস্টে মাঠে নেমেছে সাকিবের দল।

 

খুলনা গেজেট/এনএম  




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন