বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

চট্টগ্রামে এলোমেলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

উইকেট পড়ার হিড়িক পড়েছে বাংলাদেশ ইনিংসে! এবার বেন হোয়াইটের শিকার তাওহিদ হৃদয়। স্লগ সুইপ করতে গিয়ে খাড়া ওপরে তুলেছিলেন হৃদয়, অফ স্টাম্পের বেশ বাইরে থেকে টেনে খেলতে গিয়েছিলেন। ৪১ রানেই পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। হৃদয়ের উইকেটের পর আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের উদ্‌যাপনই বলে দেয়, এর অর্থ কী তাঁদের কাছে।

এরআগে ঠিক আগের বলেই কাভারের ওপর দিয়ে তুলে চার মেরেছিলেন। মার্ক এডেয়ারের শর্ট বলে এবার পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিলেন সাকিব। আগের ওভারে তাওহিদ হৃদয় চারের পর ছক্কা মেরেছিলেন হ্যারি টেক্টরকে, এ ওভারে সাকিবের চারে পাওয়ারপ্লেতে একটু পুষিয়ে দিচ্ছিল বাংলাদেশ। তবে সাকিবের সাকিবের উইকেটে পিছিয়ে গেল আরও। ক্রিজে হৃদয়ের সঙ্গে যোগ দিয়েছেন শামীম হোসেন, কার্যত বাংলাদেশের শেষ স্বীকৃত জুটি এটি।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে দুপুর ২টায়।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন