বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘আজকে শুধু বিএনপি নয়, দেশের সাধারণ মানুষও নিরাপদ নয়। নওগাঁয় এক নারী সরকারি কর্মকর্তাকে র্যাব তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। এখন তারা অস্বীকার করছে।’
মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে কৃষক দলের ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল দাবি করেন, ‘গত এক যুগের বেশি সময় ধরে সরকার মানুষকে হত্যা, গুম ও খুনের মাধ্যমে ভয় দেখিয়ে এক দলীয় বাকশালের স্বপ্ন দেখছে। সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম ও খুন করার জন্য র্যাবের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু এরপরও তারা থামেনি। তার সর্বশেষ উদাহরণ জেসমিন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরী, বরকত উল্লাহ বুলু, ডা. জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুেলনা গেজেট/কেডি