শান্তিপূর্ণভাবেই শেষ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভোট গ্রহণ। শনিবার সকাল থেকে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে উপস্থিত হতে থাকেন ডেলিগেট ও প্রার্থীরা। বেলা ১১টায় শুরু হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)। দুপুর একটায় শেষ হয়ে এক ঘণ্টা পর শুরু হয় ভোট গ্রহণ।
দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ভোট প্রদান করেন ডেলিগেটরা। ১৩৯ জনের মধ্যে এদিন উপস্থিত ছিলেন ১৩৫ জন ডেলিগেট।
চট্টগ্রাম আবাহনীর তরফদার মো. রুহুল আমিন, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী, শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাফওয়ান সোবহান উপস্থিত হতে পারেননি।
এদিকে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেয়া বাদল রায়ও উপস্থিত হননি এদিন।
এদিকে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেয়া বাদল রায়ও উপস্থিত হননি এদিন।
চার বছরে একবার সাধারণ বার্ষিক সভা হলেও আজ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ও শেষ সভাটি বসেছিল।
এজিএম সভায় গেল বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেটি সর্বসম্মতভাবে পাশ করা হয়েছে। এ সময় বাদল রায় ছাড়া বাফুফের বাকী সব কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএমআর