সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

অহিংস দিবস উপলক্ষে খালিশপুরে মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক

শনিবার সকাল সাড়ে ১০টায় সুজনের সহযোগি সংগঠন পেইভ-এর উদ্যোগে বিশ্ব অহিংস দিবস উপলক্ষে খালিশপুর পিপলস গোলচত্বরে মানব বন্ধন কর্মসূচী পালন করে। পিস ফ্যাসিলেটর  (পিএফজি) খালিশপুর কমিটির উদ্যোগে আয়োজিত মানব বন্ধনে শ্লোগান ছিল “সংঘাত নয় সম্প্রতি”।

সংগঠনের সদস্য ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর পরিচালনায় কর্মসূচীতে অংশ নেন সংগঠনের পিস এ্যাম্বেসেডর শরিফ শফিকুল হামিদ চন্দন, মোঃ নিজাম উর রহমান লালু ও এড. আনোয়ারা মমতাজ আন্না, খলিলুর রহমান সুমন, আসিফ ইকবাল, খন্দকার খলিলুর রহমান, শফিকুল ইসলাম অভি, মাহবুবুল হক, জাহিদুল ইসলাম বাদশা, সাজেদা বেগম শিখা, ইলা রহমান, মশিউর রহমান জসিম, আফরোজা জামান, তাহেরুল আলম চৌধুরি, খলিলুর রহমান, নুরুল ইসলাম, মোসাম্মদ রিক্তা, ওসমান গণি, মহিউল আযম খান, রিনা রহমান, শফিকুল ইসলাম শফি, মিলন প্রমূখ।

 

খুলনা গেজেট/ কে এম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন