নিজের জমি রেখে চার তলা ভবন তৈরি করেছেন অন্যের জমির ভেতরে। প্রমাণ পেয়ে ভবন ছাড়তে কয়েক দফা নোটিশ দিয়েছিল খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। কিন্তু কাজ না হওয়ায় অভিযান চালিয়ে চার তলা আবাসিক ভবনটি ভেঙ্গে দিয়েছে কেডিএ।
বুধবার বেলা ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে খলিল হাওলাদারের বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় কেডিএর স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা, কেডিএর অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীসহ ইমারত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
কেডিএ থেকে জানা গেছে, ভবন মালিক খলিল হাওলাদার নগরীর লবণচরা থানার কৃষ্ণনগর মৌজার আরএস ৭৩০নং দাগে চারতলা একটি ভবন নির্মাণের জন্য নকশার অনুমোদন নেন। কিন্তু তিনি ভবনের অর্ধেক অংশ নির্মাণ করেন অন্যের জমিতে। অভিযোগের সত্যতা পেয়ে কয়েক দফা তাকে নোটিশ দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে ভবনের একাংশ ভেঙে দিয়ে দ্রুত ভবন ছাড়তে বলা হয়েছিল। কিন্তু খলিলুর রহমানসহ আরও পাঁচ ভাড়াটিয়া ঝুঁকিপূর্ণ ওই ভবনে বসবাস করছিলেন। মঙ্গলবার থানা পুলিশের মাধ্যমে তাদের ঝুঁকিপূর্ণ ভবন ত্যাগ করতে বলা হয়। কিন্তু কাজ না হওয়ায় ভবনটি চূড়ান্তভাবে বসবাসের অনুপযোগী করে ভেঙে ফেলা হয়েছে।