সাইলেন্ট কিলার খ্যাত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে অসংখ্য জয় উপহার দিয়েছেন। তবে, কখনোই সেভাবে লাইম লাইটে আসতে পারেননি এই অলরাউন্ডার। সম্প্রতি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে ক্রিকেট ক্যারিয়ারের মতো এবারও খুব একটা আলোচনায় আসেননি তিনি।
১৪ বছর পর গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বেশ আলোচনায় আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেন তিনি। রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়টি সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ পান। একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে, সাকিবের খুশির দিনে ঢাকা পড়ে যায় রিয়াদের সাফল্যের খবর। অবশেষে দুদিন পর মঙ্গলবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রিয়াদ।
রিয়াদ পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আমার সত্যিকারের প্রচেষ্টা নিয়ে চেষ্টা করেছি নিয়মিত ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সহজ ছিল না, এআইইউবি থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, ক্রিকেট ম্যাচ থাকায় সমাবর্তনে অংশ নিতে পারিনি। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের এবং এআইইউবিকে কৃতজ্ঞতা।’
মাহমুদউল্লাহ-সাকিবের পাশাপাশি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়। সাকিবের পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠানে সনদ নিতে দেখা যায় তাকে।
খুলনা গেজেট/ এসজেড