খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

‘শুধু একটাই পৃথিবী’ শ্লোগানে দাকোপে ইকো মেলা

নিজস্ব প্রতিবেদক

জলবায়ূ পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় ‘শুধু একটাই পৃথিবী’ শ্লোগান নিয়ে খুলনার উপকূলে রবিবার (২০ মার্চ) অনুষ্ঠিত হলো ইকো মেলা। দাকোপ উপজেলার লাউডোবে বাজার সংলগ্ন দুর্গা মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ এসোসিয়েশন ফর সাসটেইনাবল ডেভেলপমেন্ট (বিএএসডি) এ মেলার আয়োজন করে।

মেলায় ২৪টি স্বনির্ভর দলের সদস্যরা জৈব কৃষির নানা পদ্ধতি, বিভিন্ন ধরণের জৈব সবজি, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর কৌশল, হস্তশিল্প, মৃৎশিল্প, জৈব সার, দেশি বীজ ইত্যাদি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জেন্ডার বৈষম্য ও নারীর ক্ষমতায়ন বিষয়ক পট গান ও নাটিকা পরিবেশন করা হয়।

বিএএসডির উজ্জ্বল মার্কুস কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড.গ্লোরিয়া ঝর্ণা সরকার।

বুড়িরডাবুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যাণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম সুলতান, প্রজিত রায়, মিজানুর রহমান, ডা. বঙ্কিম কুমার হালদার, উজ্জ্বল কুমার দত্ত, মো. হেলাল আহমেদ, মো. আমজাদ হোসেন সরদার,নিরাপদ মন্ডল, শেখ যুবরাজ, চেয়ারম্যান, সুদেব কুমার রায়, সরোজিৎ কুমার রায়, মানষ কুমার রায়, মিহির মন্ডল, মিলন কান্তি সরকার, পরিতোষ কুমার মৃধা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,পৃথিবীকে ভাল রাখতে হলে মাটিকে ভাল রাখতে হবে। আর মাটির সুস্বাস্থ্য নির্ভর করে জৈব গুণাগুণের উপর। নিরাপদ খাদ্যের জন্য সকলের জৈব সবজি চাষ করা উচিত। একই সাথে লবণাক্ত এলাকায় মাছ চাষের পাশাপাশি লবণসহিষ্ণু ফসলের চাষা করতে হবে।

কারিতাস ও ক্যাফোড-এর আর্থিক সহায়তায় ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স এ্যান্ড ফুড সিকিউরিটি (সিসিআরএফএস) প্রকল্পের অংশ হিসাবে মেলাটির আয়োজন করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!