খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

রোজায় চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে : বাণিজ্যমন্ত্রী

গেজেট ডেস্ক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সরকার চিনিতে যে শুল্ক ছাড় দিয়েছে তার সুবিধা এখনো পাওয়া যায়নি। আশা করি রোজার প্রথম সপ্তাহেই আমরা এ সুবিধা পাবো। ওই সময়ে চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে।’

আজ রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ’পবিত্র রমজান মাস সামনে রেখে সরকার সব ধরনের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পণ্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। আশা করছি জনগণ এর সুফল পাবে।’

এ সময় এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘চিনিতে আমরা কেজিতে ৪ টাকা করে শুল্ক ছাড় দিয়েছি। এসব চিনি আমদানির পর বাজারে এর প্রভাব পড়বে। তখন কেজিতে ৫ টাকা করে কমানোর জন্য আমরা ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। আমরা আশাকরি রোজার প্রথম সপ্তাহেই চিনির যে দাম তা থেকে কেজিতে ৫ টাকা কমবে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!