শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টায় পার্টির ধর্মসভাস্থ কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির এক সভা সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা পার্টির ইনচার্জ পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস।
সভার শুরুতে পার্টির সাবেক সদস্য ও ইষ্টার্ন জুট মিল কারখানা কমিটির জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেতা মহিউদ্দিন মোড়ল, মহানগর পার্টি সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য কমরেড কৌশিক দে বাপীর বাবা ও পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দিপংকর সাহা দিপুর পিসেমহাশয়ের মৃত্যুতে এক শোক প্রস্তাব গ্রহণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় অপর এক প্রস্তাবে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমানকে নির্বাচন করার অনুমতি প্রদান করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু ও খুলনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু।
সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড কমরেড খলিলুর রহমান, কমরেড আঃ সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, নির্বাহী সদস্য কমরেড আরফিুর রহমান বিপ্লব, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ।
সভায় আগামী ১৭ মে পার্টির বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী কর্মসূচির সমাপনী সমাবেশে খুলনা পার্টির অংশগ্রহণের জন্য সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
খুলনা গেজেট/কেডি