খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

খুলনা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের মহিলা শাখা গঠন

নিজস্ব প্রতিবেদক

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ মহানগর শাখা গঠনের লক্ষ্যে আজ শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে সভা অনুষ্ঠিত হয়। নগর ঐক্যপরিষদের মহিলা সম্পাদিকা মুক্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন মহিলা সম্পাদিকা শিউলি ব্যানার্জী। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপিকা অজন্তা দাসকে আহবায়ক, এ্যাড. রোজলিন সরকার রোজি ও ধরা দেবী দাসকে যুগ্ম-আহবায়ক এবং পপি ব্যানার্জীকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সুখময় বিশ্বাস, সমর কুন্ডু, শ্যামল সিংহ রায়, শ্যামল রায়, এ্যাড. পরিমল কুমার রায়, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, প্রশান্ত দাস, প্রশান্ত হালদার, নিলয় মুখার্জী, বিশ্বজিৎ দে সরকার, মানস ঘোষ, সঞ্জয় কর্মকার, সত্য রঞ্জন পোদ্দার, সমির সরকার, আশুতোষ সাধু, বলরাম দত্ত, বিপ্লব দাস, সঞ্জয় রানা, বিপুল পোদ্দার, তুষার সরকার, সাংবাদিক দেবব্রত রায় দেবু ও অলোক সাহা।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- ইন্দিরা ভট্টাচার্য্য, দিপান্বিতা মুখার্জী, হৈমন্তি রানী মহুরী, মনিকা দাস, মালা সরকার, প্রতিভা মিস্ত্রী, সুনন্দা রানী সরকার, এ্যাড. রিক্তা লতা পালিত, বিথী বিশ্বাস, আন্না রানী কুন্ডু, অনুপমা দাস, সাধনা মজুমদার, যমুনা বিশ্বাস, অর্পিতা কুন্ডু, কাকলী কুন্ডু, অন্তরা কুন্ডু, লিলি রানী মন্ডল, অর্পনা দাস, মাধবী দাস, জয়া দাস, চম্পা সাহা, শিপ্রা রানী ঘোষ, সরমা সরকার মলি, অনিমা সরকার তুলি, রমা দাস, এ্যাড. পলাশী মজুমদার, এ্যাড. সাগরিকা দাস, এ্যাড. শিপ্রা বিশ্বাস, দীপ্তি বিশ্বাস, রিতা রানী কুন্ডু, চৈতালী চ্যাটার্জী, তনুশ্রী গোলদার, এ্যাড. সাবিত্রী চক্রবর্তী, পূর্নিমা বালা, সোমা রায়, ছায়া রানী পাল, আরতি রানী পাল, ঊষা রানী শিউলি ও ইশিতা বিশ্বাস। সভায় স্বর্গীয় সভাপতি মুক্তিযোদ্ধা সি আর দত্তসহ মহানগর শাখার মৃত সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!