বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২
তানভিরের অভিষেক

হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। গত দুই ম্যাচে টস জিতেছিলেন সাকিব।

এই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে তানভির ইসলামের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭৯তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে তানভিরের। নাসুম আহমেদের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন এই স্পিনার। আর আফিফ হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন শামীম পাটোয়ারি।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফ্রা আর্চার, রেহান আহমেদ।

 

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন