খুলনা, বাংলাদেশ | ২ ফাল্গুন, ১৪৩১ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২
  অর্থপাচার : ৫ আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের ২ হাজারের বেশি ব্যাংক হিসাবে ১৬ হাজার কোটি টাকা জব্দ : বিএফআইইউ
  আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক

কাতারের কাছে আরও ১ মিলিয়ন মেট্রিক টন এলএনজি চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জ্বালানির চাহিদা মেটাতে কাতারের কাছে আরও ১ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

কাতারের আমির আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দোহা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ই এলএনজি চান তিনি। তাকে আশ্বাসও দেন দেশটির আমির।

পরে বাংলাদেশ, নেপাল ও লাওসের সাইড লাইন বৈঠকে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য বৈশ্বিক অংশীদারিত্ব অর্থবহ হতে হবে।

এদিন সরকার প্রধানের সঙ্গে একে একে দেখা করেন জাতিসংঘের বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থা আঙ্কটাপের মহাসচিব রেবেকা গ্রেনস্প্যান, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব ডোরিন বোগদান মার্টিন এবং রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামে।

কাতারে এলডিসি সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা বলেন, গেল এক দশকে দারিদ্রের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে এনেছে বাংলাদেশ। করোনা ও যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের জের পড়েছে স্বল্পোন্নত দেশগুলোতে।

তবে দান নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!