সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোরেলগঞ্জে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ষাটোর্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) গভীর রাতে মোরেলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারী উপজেলার বাদুরতলা গ্রামের হামিদ উদ্দিনের মেয়ে হাওয়া বেগম। তার একটি কন্যা সন্তান রয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

হাওয়া বেগমের মেয়ে কমলা বেগম(৪০) বলেন, অভাবের কারণে তিনি বাসাবাড়িতে কাজ নিয়েছিল । কিন্তু কিভাবে কি হল জানি না। কষ্টের আর শেষ নেই আমাদের।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হাওয়া বেগমের প্রেসারসহ নানা ধরণের শারীরিক জটিলতা ছিল। মানসিকভাবেও হতাশাগ্রস্থ ছিলেন তিনি। এসব কারনেও তার মৃত্যু হতে পারে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন