খুলনায় নৌবাহিনী পরিচালিত ঐতিহ্যবাহী নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মুনোমুগ্ধকর ডিসপ্লে, কুচকাওয়াজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রঙিণ বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়াল এডমিরাল এম আনোয়ার হোসেন।
পরে তিনি প্রতিযোগিদের অংশগ্রহনে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে মুনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থাপন ও মশাল প্রজ্জলন করা হয়।
শিক্ষার্থীরা ১৬টি দলে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। বিপুল সংখ্যক অতিথি ডিসপ্লে ও কুচকাওয়াজ উপভোগ করেন। খেলাধুলার পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দ দেয়। শিক্ষার্থীদের সুশৃঙ্খল উপস্থাপনায় বার্ষিক ক্রীড়ানুষ্ঠানটি বিদ্যালয়ের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করেছে বলে মনে করছেন আয়োজকরা।
খুলনা গেজেট/এমএম