প্রায় ৪ বছর পর খুলনার রূপসা থানার আলোচিত আমান শেখ হত্যা মামলার প্রধান আসামি মালেক সরদারকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার দুপুরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি স্বীকার করেন, পরকীয়ার কারণে আমান শেখকে হত্যা করা হয়েছে।
সিআইডি থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৮ নভেম্বর রূপসায় নিজ বাড়িতে আমান শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩ ডিসেম্বর রূপসা থানায় হত্যা মামলা দায়ের হয়। প্রায় ৪ বছর পর ২৫ ফেব্রুয়ারি ঢাকার ধামরাই থানার একটি প্রত্যন্ত ইট ভাটা থেকে মালেক সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে খুলনা এনে ৫ দিনের রিমান্ডের আবেদন করে সিঅাইডি। এক পর্যায়ে বৃহস্পতিবার হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন মালেক সরদার।
সিআইডির পুলিশ পরির্দশক মোঃ শফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে মালেক জানিয়েছে রূপসার জাবুসা (নবিন নগর) গ্রামে আমান শেখের ঘের ছিল। যেখানে সে একাই বসবাস করতো।। ঘেরের পাশেই ছিলো মালেক সরদারের বাড়ি। মালেক সারাদিন কাঠগোলায় কাজ করত। এই সুযোগে তার স্ত্রীর সঙ্গে আমানের পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। এই পরকিয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া-ঝাটি হতো। এক পর্যায়ে মালেক সরদার রাত ১টার ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে আমান শেখকে গুরুতর জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।