জাতীয় ভোটার দিবস উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য চাই রাজনৈতিক দলসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতা শীর্ষক মানববন্ধনে সভাপতিত্ব করেন সুজন বিভাগীয় কমিটির সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।
সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কমিউনিস্ট পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান বাবু, সুজন মহানগর কমিটির নেতা সোহরাব হোসেন, খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসনে বাবলু, হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা খাতুন, ছায়াবৃক্ষের নির্বাহী প্রধান মাহবুব আলম বাদশা, অবকাশ গণগ্রন্থগারের সাঃ সম্পাদক খন্দকার খলিলুর রহমান, একুশের আলোর নির্বাহী প্রধান মাহবুবুল হক, সুজন মহানগর কমিটির নেতা শাহ মামুনুর রহমান তুহিন, আইনুল হক, হেদায়েতুল্লাহ, সুপ্রিয়া মন্ডল, লাভলী মন্ডল, সংগীতা মন্ডল, আশালতা মল্লিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নাগরিকবৃন্দ।
বক্তারা বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে। স্বাধীন মতামত প্রকাশের অন্যতম ভাল মাধ্যম হলো ভোট। অথচ আজ আমাদের দেশে সেই উৎসবমুখর ভোট নেই। আছে দিনের ভোট রাতে হওয়ার কালচার। আছে ২৫ ভাগ ভোট কাস্ট হওয়ার লজ্জাজনক ইতিহাস। আছে ১০৫ ভাগ ভোট কাস্ট হওয়ার উদ্বেগজনক নজির। এসব দুর্বৃত্তায়ন কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোট কাস্টের উদ্বেগজনক ও লজ্জাজনক ইতিহাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে তুলতে হবে স্বপ্নের সোনার বাংলাদেশ।
খুলনা গেজেট/ বিএম শহিদ