Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শৈলকুপায় সাপের কাঁমড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কাঁমড়ে ইলিয়াস হোসেন (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১লা অক্টোবর) দুপুরে পৌর এলাকার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী ওই গ্রামের হাসমত মন্ডলের ছেলে ও উপজেলার সারুটিয়া ইউনিয়নের শাহবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।

পারিবারিক সুত্রে জানা যায়, রাতে ভাইবোনের সাথে পাশের রুমে ঘুমিয়ে ছিল শিক্ষার্থী ইলিয়াস। বুধবার দিবাগত রাত ৪টার দিকে সাপের কাঁমড়ে চিৎকার করে ওঠে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় দুই ওঝা ও এক হুজুরের নিকট নিয়ে গেলে পরদিন দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে গত দুই মাসে উপজেলায় ১৩ জনের মৃত্যু হলো।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন