বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

লোহাগড়ায় ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি

লোহাগড়ায় ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চর কালনার রেল প্রকল্প কাজে নিয়োজিত ট্রাক্টরের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত শিশু ওই গ্রামের সিরাজ ‍মুন্সির মেয়ে জান্নাতি খানম। সে চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চর কালনার রেল প্রকল্প কাজে নিয়োজিত একটি ট্রাক্টরের ধাক্কায় কিশোরী জান্নাতি খানম ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
এ সময় ট্রাক্টরের চালক চরবগজুড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে নয়ন (১৭) ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নসির উদ্দিন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন