স্বাভাবিকভাবেই ঘরের মাটিতে মিরপুরের স্পিন উইকেট কাজে লাগাতে চাইবে টাইগাররা। দলে বিশ্বসেরা অলরাউন্ডার ও বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান তো আছেনই। তার সঙ্গী হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে অন্য কোনো বাঁ-হাতি স্পিনার নেওয়া হবে কি-না সেই প্রশ্ন উঠেছিল। পরবর্তীতে স্কোয়াডে রাখা হয় তাইজুল ইসলামকে। কেন তাকে দলে নেওয়া হলো তার কারণ ব্যাখ্যা করেছেন টাইগার অধিনায়ক তামিম।
নাসুম আহমেদ ও তাইজুলের যে কোনো একজনই সুযোগ পাবেন, এটি ধারণাতেই ছিল। কিন্তু কে সুযোগ পাবেন সেটি নিশ্চিত ছিলেন না কেউই। সবশেষে দল ঘোষণার পর কে এলো তা তো ইতোমধ্যে জানা হয়ে গেছে। তবে গুঞ্জন রয়েছে, তামিমের কলেই ডাক পেয়েছেন তাইজুল।
রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তামিম বলেছেন, ‘এখানে যার (তাইজুল) কথা বলা হচ্ছে, সে ভারত সিরিজে না থাকায় আমি খুবই অবাক হয়েছি। কারণ শেষ ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছে সে। অধিনায়ক হিসেবে আমার ভাবনা একদম সহজ। আমি সব সময় পারফরম্যান্সকে প্রাধান্য দেব। আমি এমন কাউকে নিচ্ছি না, যে পাঁচ ম্যাচ খেলে কোনো উইকেট পায়নি।’
তবে নাসুমকে বাদ দেওয়ার সিদ্ধান্তও যে কঠিন ছিল, সেটাও পরিষ্কার করেছেন তামিম, ‘এটাও বলছি, নাসুমও ভালো করছে। সে ওয়ানডেতে অল্প সুযোগ পেলেও খুবই ভালো করেছে। টি-টোয়েন্টিতে তো ভালো করছেই। সবারই একটা চিন্তা-ধারা থাকে যে কোন ধরনের বোলিং আক্রমণ আপনি চান। সে বিবেচনায় তাইজুল আরেকটু ভালো হবে বলে আমাদের মনে হয়েছে।’
দল নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের চেয়ে পারফরম্যান্সকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন তামিম, ‘আমি পারফরম্যান্সকে প্রাধান্য দেব। আমি যদি ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ না–ও করি, সে যদি পারফর্ম করে, তাহলে তাকেই সব সময় সমর্থন করব। এটাই আমার দায়িত্ব। আমি তামিম ইকবাল একাদশের অধিনায়ক হলে কাকে পছন্দ করি বা না করি, সেটা আলোচনায় আসত। আমি বাংলাদেশ দলের অধিনায়ক। এখানে এসব গুরুত্ব পাওয়ার কথা নয়। যে পারফর্ম করবে, সেই খেলবে।’
খুলনা গেজেট/ এসজেড