খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক ও মানসিক শক্তি অর্জনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ জন্য শিক্ষার্থদের লেখা-পড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে।
বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, খুলনাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয়সহ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদনের পাশাপাশি বর্তমান সরকারের সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শুধুমাত্র খুলনা মহানগরীর উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রায় দু হাজার চারশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই অর্থায়নে খুলনায় কর্মযজ্ঞ শুরু হয়েছে। চলমান কাজ সমাপ্ত হলে খুলনা একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নগরী হিসেবে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র রোববার সকাল ১০ টায় নগরীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথাগুলো বলেন। এর আগে তিনি বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিাক্ষা খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ ও উপপরিচালক খোন্দকার রুহুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরও বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নতুন কারিকুলাম প্রণয়ন করেছে। নতুন এই কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষক-শিক্ষিকাদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সেখ ও সহকারি শিক্ষক মাহমুদ আলম বক্তৃতা করেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খুলনা গেজেট/ এসজেড