সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোড়েলগঞ্জে ইয়াবা সহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্বপ্রতিবেদক,বাগেরহাট

মোরেলগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগের সাবেক নেতাসহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে পৌরসভাস্থ ওই নেতার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময়ে ছাত্রলীগ নেতার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ টাকা ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া নেতা হলেন,মোরেলগঞ্জ পৌরসভার আদর্শ পাড়া এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে ইব্রাহীম ফরাজী ও তার সহযোগী শাওন চাপরাশি। তিনি ভাইজোড়া এলাকার আবু চাপরাশির ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ইব্রাহিম ও শাওন দু’জনই পেশাদার মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরপূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ২০১৮ সালে ২৪০ পিচ ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল ইব্রাহিম ফরাজী। তখন তাকে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন