পাওনা টাকা আনতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাংগস খুলনার রিকভারি অফিসার। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে নগরীর লবনচরা থানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই কর্মকর্তা মো: মোকছেদুল ইসলাম আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারী গাড়ির চালক মো: আলী র্যাব ৬ এর হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
নগরীর জিরো পয়েন্ট এলাকার গাজী এন্ড মটরসের মালিক তৌকির আহমেদ বলেন, দেড় বছর আগে জনৈক মামুন তাদের কাছ থেকে ডাউন পেমেন্ট ৪ লাখ টাকার বিনিময়ে জে এন সি মিনিট্রাক ক্রয় করেন। তাদের কিছু টাকাও ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। বাকী আছে ১ লাখ টাকা। এ টাকার জন্য গত ১৫ দিন আগে চট্রগ্রামে গাড়িটি আটক করা হয়। পরবর্তীতে কিস্তির ৫০ হাজার টাকা টাকা দেওয়ার শর্তে গাড়িটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
তিনি আহত মোকছেদুলের বরাত দিয়ে আরও বলেন, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে রিকভারি অফিসার মোকছেদুল জিরো পয়েন্ট গাজী এন্ড এইচ মটরসে বসা ছিলেন। কিছুক্ষণ পর তার ব্যবহৃত মোবাইলে ওই গাড়ির চালক জনৈক আলী ফোন করে। কিস্তির টাকা পরিশোধ করার জন্য তাকে রূপসা সেতুর কাছে একটি নির্জন জায়গায় ডেকে নেওয়া হয়। সেখানে আলীর সাথে কিছুক্ষণ কথা বলেন তিনি। এরপর কিস্তির ৫০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা আলী তার কাছে তুলে দেন। মোকছেদুল টাকাটা নিতে রাজি হননি। তাকে ৫০ হাজার আরও দু’দিন পর দেওয়ার কথা বলেন। এতে আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর কিছুক্ষণ পরে একটি পাত্রে কিছু ডিজেল তেল এনে মোকছেদুলের মাথায় ঢেলে দেয় আলী। এটা আচ করতে পেরে মোকছেদুল দৌড় দিয়ে রক্ষা পায়নি। ম্যাচের কাটি তার শরীরের দিকে ছুড়ে মারলে গায়ে আগুন লেগে যায়। আত্মরক্ষার্থে সে পাশ্ববর্তী একটি ডোবায় ঝাঁপ দেয়। এরপরও গাড়ির চালক তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকে। আত্মরক্ষার্থে মোকছেদুল চিৎকার করতে থাকে। এলাকাবাসি ছুটে এসে তাকে উদ্ধার করে। এরমধ্যেও আলী তার ডানহাতে ধারলো অস্ত্রদিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মোকছেদুল পাবনা এলাকার বাসিন্দা বলে তিনি আরও জানান।
মিনি ট্রাকের মালিক মামুন বলেন, হামলার খবর তিনি ডিলার তৌকিরের কাছ থেকে জেনেছেন। হামলার বিষষটি জানতে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কি কারণে তাকে হামলা করা হয়েছে তা তিনি জানেন না। তবে তিনি বলেন, কিস্তির টাকা হিসেব কোম্পানী আমার কাছ থেকে নিবেন। মোকছেদকে চালক ডাকল আর তিনি সেখানে চলে গেলেন তা তার বোধগম্য নয়। চালক আলী টুটপাড়া দারোগা পাড়া এলাকার বাসিন্দা। রাতে সে র্যাবের কাছে গ্রেপ্তার হয়েছে বলে তিনি খুলনা গেজেটকে জানান। তবে আলীর আটকের বিষয়টি র্যাব নিশ্চিত করেনি।