খানজাহান আলী থানাধীন আলীম ইষ্টার্ন মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবের ৪০ বছর পূর্তি উপলক্ষে ১ম পুনর্মিলনী শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক ‘৯১ ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও খুলনার বিশিষ্ট পাট ব্যবসায়ী বদরুল আলম মার্কিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রবীণ শিক্ষক মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলীম জুট মিলের প্রকল্প পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, ইষ্টার্ণ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক জি এম মাহাবুব উর রশিদ জুলফিকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় ।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তৃতা করেন পুনর্মিলনী উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা বিদ্যালয়ের ‘৯২ ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মোঃ মইনুজ্জামান ময়না, ‘৯৫ ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী শহিদুল ইসলাম সুমন, ‘৯৬ ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মোঃ হাসানুজ্জামান হিটু, পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক ও ‘৯৪ ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও ইউপি সদস্য মোঃ নবীরুল ইসলাম রাজা, একই ব্যাচের ডাঃ রফিকুল ইসলাম, পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব ও ‘৯৭ ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও ইউপি সদস্য গোলাম জিলানী মুন, ‘৯৮ ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মিজানুর রহমান ।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ‘০৫ ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল ও একই ব্যাচের সাইফ আহমেদ হিমেল।
দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে সবাই আপ্লুত হয়ে পড়ে। সারাদিন চলে জমজমাট গল্প, আড্ডা আর প্রিয় শিক্ষক ও সহপাঠিদের সঙ্গে ফটো সেশন। সন্ধ্যায় ব্যান্ড শিল্পী পথিক নবীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আগতদের মন কেড়ে নেয়।