২৪ ঘণ্টায় ৩ বার ভূমিকম্পে কেঁপে উঠলো গুজরাট

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাট অঙ্গরাজ্যে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঙ্গরাজ্যের আম্রেলি জেলায় এই ভূকম্পন অনুভূত হয়।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, রিকটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১ দিনে তিনবার কেঁপে উঠলো গুজরাট।

এর আগে এদিন সকাল ৯টা ৬ মিনিটে আম্রেলি জেলায় ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ১।

এরও আগে একই দিন ভোরে সেখানে ভূকম্পন অনুভূত হয়। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৪।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভারতীয় ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চের (আইএসআর) এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন।

তবে তিন ভূমিকম্পে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এছাড়া সহায়-সম্পত্তির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলা কর্মকর্তারা।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন