সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

সাধারণ জনগণ এবং মসজিদে নামাজের জন্য আগত মুসল্লিদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করাসহ সরকারি নিদের্শনা মেলে চলার আহবান জানিয়ে খুলনার জেলা প্রশাসক পত্র জারি করেছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব এখনও লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত হওয়া ও মৃত্যু অব্যাহত রয়েছে। আগামী শীত মৌসুমে এ রোগের প্রকোপ আরও তীব্রতর হওয়ার আশঙ্কা আছে। সরকার ইতোমধ্যে মাস্ক পরিধান বাধ্যতামূলক করলেও সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মসজিদসহ বিভিন্ন স্থানে অধিকাংশ সাধারণ জনগণ মুখে মাস্ক ব্যবহারসহ সরকারের নিদের্শনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করছেন না। ফলে করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের হার আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আজ সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেসনের পরিচালক ও ইমাম পরিষদের সভাপতি এবং সম্পাদককে এই বিষয়ে পত্র প্রেরণ করেছেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন