দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব-তামিমদের দায়িত্বে ছিলেন লঙ্কান এই কোচ।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশ সময় রাত ১০টা ২৬ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন এই লঙ্কান। তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন তিনি।
বাংলাদেশের আসার পর মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিসিবির সঙ্গে বাকি কোচিং স্টাফদের নিয়ে আলোচনায় বসবেন হাথুরু, সেখানে থাকতে পারেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। এরপর দিন থেকে মাঠে দেখা যাবে হাথুরুকে।
এছাড়া ২৩ ফেব্রুয়ারি মিরপুরে একটি অনুশীলন ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচেও থাকবেন তিনি। এই ম্যাচের পর ইংল্যান্ড সিরিজের ওয়ানডের জন্য ১৪ সদস্যের স্কোয়াডে যুক্ত হবেন আরও একজন।
উল্লেখ্য যে, ২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরুসিংহে। ২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তার অধীনে বিশ্বকাপের কোয়ার্টার, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালসহ বেশ ভালো সাফল্য পেয়েছিল বাংলাদেশ।