বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২
পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের ৩৮তম অধিবেশন

‘শাসকগোষ্ঠী কখনো সংবাদপত্রকে ভালো নজরে দেখে না’

গেজেট ডেস্ক

শাসকগোষ্ঠী কখনো সংবাদপত্রকে ভালো নজরে দেখে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।

রোববার পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের ৩৮তম অধিবেশনে প্রবন্ধ উপস্থাপনকালে এ মন্তব্য করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর কলেজে এ অধিবেশনের আয়োজন করা হয়।

মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, শাসকগোষ্ঠী কখনো সংবাদপত্রকে ভালো নজরে দেখে না। এ নজির ইতিহাসে নেই। সব সময় নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। এ জন্য আইন সৃষ্টি করে। এ আইনের মাধ্যমে ব্রিটিশ আমল থেকেই শাসকরা সংবাদপত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন