ব্রাজিলে ৬ সেন্টিমিটার লম্বা লেজ নিয়ে এক কন্যাশিশু জন্মগ্রহণ করেছে। হাসপাতালে তাকে দেখে বিস্মিত হয়েছেন চিকিৎসকরা। নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির কোমরের মাঝামাঝি এক সরু মাংস খণ্ড গজিয়েছিল। হুবহু তা দেখতে লেজের মতো। ইতোমধ্যে অস্ত্রোপচার করে তা বাদ দেয়া হয়েছে।
স্পিনা বিফিডা নামের জটিল রোগ নিয়ে জন্ম নেয় মেয়েটি। তার মেরদণ্ড স্বাভাবিকভাবে বাড়েনি। ফলে শিশুটির মেরুদণ্ড ও শ্রোণিদেশের মাঝে বাড়তি মাংস খণ্ড গজায়। মেরুদণ্ডের সম্প্রসারে যা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘হিউম্যান সিউডো টেইল’ বলা হয়। সম্প্রতি ‘পেডিয়াট্রিক সার্জারি কেস রিপোর্টস’ নামক জার্নালে শিশুটির বিরল রোগের কথা প্রকাশিত হয়।
এর আগে মেক্সিকোতেও একই ঘটনা ঘটে। দেশটিতে জন্মের পর এক শিশুকন্যার নিতম্বের ওপরে একগাছা লোম দেখা যায়। সেখানে প্রায় ২ ইঞ্চি লম্বা লেজ গজায়। বিষয়টি বুঝতে এক্স-রে করেন চিকিৎসকেরা। রিপোর্টে দেখা যায়, তাতে কোনও হাড় নেই।
লেজ নিয়ে মানবশিশুর জন্ম নতুন কিছু নয়। অনেক সময় কোমরের নিচের হাড় বেড়ে যায়। একে ‘ভেস্টিজিয়াল’ লেজ বলে।
এ ধরনের লেজকে বিবর্তনের অংশ মনে করেন বিজ্ঞানীরা। তবে হাড় ছাড়া শুধু পেশিকলা দিয়ে তৈরি লেজ আলাদা। বিজ্ঞানের ভাষায় যার নাম ‘ট্রু টেল’।
খুলনা গেজেট/ এসজেড