সম্মিলত সামাজিক আন্দোলন খুলনা জেলা শাখার বর্ধিত সভা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর বিএমএ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক আন্দোলনের নেতা প্রসেজিৎ দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক দেব প্রসাদ মন্ডল, কালিদাস মহলদার, সুব্রত মিস্ত্রি, কামাল হোসেন জোর্য়াদ্দার, জামাল মালঙ্গী, দিতি বৈরাগী, প্রকাশ চন্দ্র রায়, লাকী আজমীর, মৃত্যুঞ্জয় সরদার, কালিদাস তরফদার, শিবপদ দাস প্রমুখ।
সভায় বক্তারা বটিয়াঘাটার কাতিয়ানাংলা ও ডুমুরিয়ায় হিন্দু দোকান ভাঙচুর, লুটপাটের নিন্দা জানানো হয়। একই সাথে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
সভায় বিভিন্ন উপজেলায় কমিটি গঠন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কর্মসূচি গ্রহণ করা হয়। একই সাথে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশব্যাপী জন জাগরণ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
খুলনা গেজেট/ এসজেড