শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ব্রাইটনকে হারিয়ে কারাবো কাপের কোয়ার্টারে ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া প্রতিবেদক

কারাবো কাপের শেষ ষোলর লড়াইয়ে ব্রাইটনের মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড। আর ব্রাইটনকে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেড ডেভিলরা। ম্যাকটমি, পল পগবা এবং হুয়ান মাতার করা গোলে শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় পায় রেড ডেভিলরা।

টানা দ্বিতীয় ম্যাচে ব্রাইটনের মুখোমুখি রেড ডেভিলরা। প্রথমবার প্রিমিয়ার লিগে, এর ঠিক তিনদিন পর কারাবো কাপের শেষ ১৬’তে। প্রিমিয়ার লিগে ৩-২ গোলের ব্যবধানে আর কারাবো কাপে ৩-০। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় ব্রাইটনের ঘরের মাঠ দ্য আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে।

রেড ডেভিলদের ম্যাচের ৪৪ মিনিটে স্কট ম্যাকটমি গোল করে দলকে এগিয়ে নেন। তার গোলের যোগানদাতা ছিলেন হুয়ান মাতা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউনাইটেড। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন রাশফোর্ড এবং পগবা তাতেই ম্যাচের নিয়ন্ত্রণে রেড ডেভিলরা। পগবারা মাঠে নামার মাত্র চার মিনিটের মাথায় ভ্যান ডি বিকের অ্যাসিস্ট থেকে দলের লিড দ্বিগুণ করেন হুয়ান মাতা। আর এর মিনিট সাতেক পর ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল করেন পগবা।

ডি বক্স থেকে ২০ গজ দূরে পাওয়া ফ্রিকিক থেকে কাছের পোস্টে দুর্দান্ত এক গোল করেন পগবা। আর তাতে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় রেড ডেভিলরা। নিশ্চিত হয় কারাবো কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন