২০ ওভারে অস্ট্রেলিয়াকে মাত্র ১০৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। মামুলি এ লক্ষ্য পেরোতে পাঁচ বারের চ্যাম্পিয়নদের খুব একটা কষ্ট হওয়ার কথা ছিল না। তবে সেই লক্ষ্যটাকেই বেশ কঠিন করে তুললেন মারুফা-নাহিদারা। মেগ ল্যানিং-অ্যালিসা হিলিদের শক্তিশালী ব্যাটিং লাইন আপের ১০৮ রান করতে লাগলো ১৮ ওভারেরও বেশি।
লড়াই জমিয়ে তুললেও অনুমিতভাবেই হেরেছে বাংলাদেশ। সেন্ট জর্জ পার্কে নিগার সুলতানাদের ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
সাহারা ওভালে মঙ্গলবার রাতে টস জিতে ব্যাটিং নিয়ে ৭ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
অধিনায়ক মেগ ল্যানিং ৪৯ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন। ১৯ রান করে ল্যানিংয়ের সঙ্গে অপরাজিত ছিলেন অ্যাশলেই গার্ডনার। এ ছাড়া ওপেনার অ্যলিসা হেলে ৩৭ রান করেন। অজিদের দুটি উইকেটই নেন মারুফা আক্তার। আর কোনো বোলার উইকেটের দেখা পাননি।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে জ্যোতির প্রথম হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। কোনোমতে ১০৮ রানের লক্ষ্য দেয়।
৫০ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন জ্যোতি। ৭টি চারে আর ১টি ছয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক। ফিফটি দেখা পান ৪১ বলে।
এক প্রান্তে জ্যোতি একা লড়াই করে গেছেন। সঙ্গী হিসেবে কাউকে পাননি। একমাত্র স্বর্ণা আক্তার কিছুটা লড়াই (১২) করে গেছেন। এ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছারে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেটে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জর্জিয়া। এ ছাড়া ২ উইকেট নেন ড্যারিস ব্রাউন।
শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ের খেসারত দিতে হয়েছিল। তাদের বিপক্ষে ১২৬ রান করলেও এবার আরও ১৯ রান কম হয়েছে। বাংলাদেশ এই ম্যাচে নেমেছে দুই পরিবর্তন নিয়ে। একাদশে জায়গা পাননি জাহানারা আক্তার ও লতা মন্ডল। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ।
এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য বলতে ২০১৪ সালে পাওয়া দুটি জয়। এরপর তিনটি বিশ্বকাপে ৯ বছর ধরে বাংলাদেশ ভুগছে জয় খরায়। অধিনায়ক জ্যোতি জানিয়েছেন এবার তাদের লক্ষ্য সেমিফাইনাল। তবে সেই লক্ষ্য পৌঁছাতে হলে মেয়েদের দ্রুত ফিরতে হবে জয়ের ধারায়। এর মধ্যে টানা দুই ম্যাচে হেরে ব্যাকফুটে আছে দল।
খুলনা গেজেট/এমএম