খুলনায় সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রায় পুলিশের বিরুদ্ধে নেতাকর্মীদের ধাওয়া, বাধা দেওয়া ও লাঠিচার্জের অভিযোগ উঠেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা সদর ইউনিয়ন ও রূপসার আইচগাতি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন বাবু অভিযোগ করে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া উপজেলা সদরে পদযাত্রা শুরু করে ইউনিয়ন বিএনপি। এর পরপরই পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয়।
এছাড়া রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দেয়াড়া এলাকায় বিএনপি নেতাকর্মীরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করার পাশাপাশি ধাওয়া দেওয়া হয় ও ব্যানার কেড়ে নেয় পুলিশ। এসময় পুলিশের বাধা উপেক্ষা করে অন্যান্য স্থানে কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা।
যদিও বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি বলে জানান রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন বাবুসহ আরও অনেকে।
খুলনা গেজেট/এমএম