সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাট মৌভোগ ৮দলীয় ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট মৌভোগ সবুজ সংঘের আয়োজনে ৫ম তম ৮দলীয় ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী শুক্রবার বিকেল ৪টায় মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। এতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মোজাহিদুর রহমান মুজা।

ফারুক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন, ইউপি সদস্য মো. হান্নান শাহ, কাজী গোলাম আজম জনি।

এদিন নলধা-মৌভোগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ড এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন