খুলনার ডুমুরিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় এক ইলেকট্রিশিয়ানকে গ্রেফতারের পর আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিট অফিসার এসআই ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রান্সফরমার চুরির মূল হোতা আবু হাসান গাজীকে মঙ্গলবার আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবারে তাকে রিমান্ডে আনা হবে। উপজেলার মালতিয়া গ্রামের সরোয়ার হোসেন গাজীর ছেলে ও খুলনা পল্লী বিদ্যুত সমিতির লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান আবু হাসান গাজী (৪০) গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, মাসখানেক আগে উপজেলার নরনিয়া গ্রাম থেকে এক রাতে দুটি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এরপর খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুসন্ধানে চুরির ঘটনার সাথে হাসানের জড়িত থাকার প্রমান পেয়ে সমিতির সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম/প্রশাসন) বাদী হয়ে হাসানের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৪, তারিখ-০৪/০২/২০২৩। মামলার প্রেক্ষিতে চুকনগর বাজার থেকে তাকে গ্রেফতার করেন। এছাড়া উক্ত হাসানের নামে ইতোপূর্বে বেশ কিছু ট্রান্সফরমার চুরি, বিদ্যুতে চাকরী দেওয়ার নামে অর্থ আত্মস্বাত, বিদ্যুত সংযোগ দেওয়ার নামে অর্থ আত্মস্বাত সহ বিভিন্ন ঘটনার অসংখ্য অভিযোগ রয়েছে। যার মধ্যে চুকনগর গ্রামের মোঃ সাইদুর মোড়লকে দুটি ট্রান্সফরমান দেয়ার কথা বলে ৮০হাজার টাকা, টিটু সরদারের নিকট হতে ২০ হাজার টাকা, নরনিয়া গ্রামের শাহাদাৎ হোসেনের নিটক হতে ২০হাজার টাকা, রোস্তমপুর গ্রামের সুশীল হালদারের নিকট হতে ৬৫হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এসব ঘটনায় সে কয়েকবার জেলও খেটেছে।
খুলনা গেজেট/ বিএমএস