বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নবগঙ্গা নদী খননে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের দাবি

 লোহাগড়া প্রতিনিধি

লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদী খননের ক্ষতিগ্রস্থ পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও পূর্ণঃবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে নড়াইল-কালনা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন পূর্ব সমাবেশে মো: নজরুল ইসলামের সভাপতিত্বে ও ডা: সাদেকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তুহিন চৌধুরী, আমিনুল ইসলাম জাকির, শেখ লায়েক আলী, সাইফুল ইসলাম লালনসহ প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, পানি উন্নয়ন মন্ত্রনালয় ও আদালতের নির্দেশনা থাকা সত্বেও নড়াইল জেলা প্রশাসন নবগঙ্গা নদী খননে ক্ষতিগ্রস্থ পরিবারদের ক্ষতিপূরণ প্রদান না করে ভয়ভীতির মাধ্যমে নদী খনন করা হচ্ছে। অবিলম্বে নবগঙ্গা নদী খননের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও পূর্ণঃবাসনের জোর দাবি জানান।

সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন