তুরস্কে ফের ৭.৫ মাত্রার ভূমিকম্প, নিহত দেড় হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, সোমবার এটি দ্বিতীয় ভূমিকম্প। এর আগে ভোরে সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে কমপক্ষে এক হাজার ৫০০ জন নিহত এবং আরও কয়েক হাজার মানুষ আহত হন। খবর- জেরুজালেম পোস্ট।

এক টুইট বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানান, তুরস্কের মধ্যাঞ্চলে আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব আমরা একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষণিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।

এরদোয়ান বলেছেন, ১৯৩৯ সালের পর দেশটিতে এটি সবচেয়ে বড় বিপর্যয়কর ভূমিকম্প। এতে দুই হাজার ৮১৮টি ভবন ধসে পড়েছে।

ভয়াবহ এই বিপর্যয়ের পর ইতোমধ্যে ৪৫টি দেশ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার প্রস্তাব দিয়েছে বলা জানান তুর্কি প্রেসিডেন্ট।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন